স্বাধীন ওয়াই-ফাই বাংলাদেশের সেরা তিনটি IIG( International Internet Gateway) এর সাথে সংযুক্ত। দেশ সেরা ৩টি IIG এর সাথে যুক্ত থাকায়, যদি কোনো একটি IIG তে কোন ধরনের সমস্যা হলেও বাকী IIG গুলো স্ট্যাবল থাকায় ইন্টারনেট সরবারহ বাধাগ্রস্থ হয় না ও সারা বাংলাদেশে অর্থাৎ শহরে এবং গ্রামে একই মানের ইন্টারনেট সেবা পাবে গ্রাহকরা।