৭০% লভ্যাংশ অর্জন করেছে “সেরা শাখা ব্যবস্থাপক”
উন্নত সেবা , নিরবিচ্ছিন্ন সংযোগ এবং দুর্দান্ত গতির নিশ্চয়তা দেয়ার প্রশ্নে যেমন বদ্ধ পরিকর ঠিক তেমনি আমাদের সম্মানিত নেটওয়ার্ক ও সাপোর্ট সেন্টারের সম্মানিত ব্যবস্থাপকগনের পরিশ্রমের মূল্যায়ন স্বরূপ আমরা শেয়ার করছি সর্বোচ্চ ৭০% পর্যন্ত লভ্যাংশ।
দিন শেষে নেপথ্যের কারিগর আমাদের সম্মানিত ব্যবস্থাপকগনই, কেননা তারাই দিনকে রাত এবং রাতকে দিন করে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তৃনমূল পর্যায়ে স্বাধীন ওয়াই-ফাই গ্রাহকদের ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে দিচ্ছে। সম্মানিত শাখা ব্যবস্থাপকদের আন্তরিক সহযোগীতার কারনেই আমরা ইতিমধ্যে পৌঁছাতে পেড়েছি ১০০ এর বেশি ইউনিয়নে এবং ১০০০ এর বেশী গ্রামে সেবা দিতে পেরেছি ২ লাখের ও বেশী গ্রাহককে ।
শুভ কামনা রইলো ক্যাম্পেইন থেকে ৭০% লভ্যাংশ প্রাপ্ত সম্মানিত শাখা ব্যবস্থাপকদের জন্য,আশা রাখি হাতে হাত রেখে সামনের পথটুকু আমরা একসাথে পাড়ি দিবো। ঠিক এভাবেই গ্রাম-বাংলার প্রতিটি ঘরে আমরা পৌঁছে যাবো আমাদের ইন্টারনেট নিয়ে।
আমাদের সম্পর্কে জানতে ভিজিট করুনঃ https://shadhinwifi.com/
ডাউনলোড করুন স্বাধীন ওয়াইফাই অ্যাপ: https://play.google.com/store/apps/details…