স্বাধীন ওয়াই-ফাই এখন ১১১১টি গ্রামে
সময় বদলের পালে হাওয়া লেগেছে। পুরো বিশ্বই এখন একটা গ্রামে রূপান্তরিত হয়েছে।
একটা ডিভাইস আর ইন্টারনেট থাকলে সারাবিশ্বের জ্ঞানের আলো এক ক্লিকেই ঘরের ভিতর নিয়ে আসা সম্ভব।
যখন অন্যরা শহরের অবাধ সুবিধার ভিড়ে আরো সুবিধা দেয়ার জন্য আর দশটা কোম্পানি কাজ করছিলো, স্বাধীন ওয়াই-ফাই ইন্টারনেটের সেই আলো গ্রাম থেকে গ্রামে পৌঁছে দেয়ার মিশনে নিজেকে যুক্ত করে এখন ১১১১ টি গ্রামে।
আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং প্রান ঢালা অভিনন্দন কারন আপনারা স্বাধীন ওয়াই-ফাই’কে বিশ্বাস করেছিলেন বলেই আজ এতোটা পথ পারি দেয়া সম্ভব হয়েছে।
সামনের পথটুকু পারি দেয়ার জন্যও অতীতের মতো আপনাদের পাশে চাই।
যেতে হবে বহু দূর।
▶️বিস্তারিত- https://shadhinwifi.com
▶️ডাউনলোড করুন স্বাধীন ওয়াই-ফাই এপস- https://play.google.com/store/apps/details?id=com.shadhinwifi.shadhinwifi&fbclid=IwAR2ijzdqH4TaN89VmXhvcOga7KOPbsgKABey0Q3ABCiCykLOuUgqq_lVaQs
আমি ব্যবসা করতে চাই
আপনাদের সাথে অনেকবার যোগাযোগ করেও কোন উত্তর পাইনি।