
ই-কমার্স রফতানির সীমা বেড়ে দ্বিগুণ, অর্থ আনার সুবিধা নিয়ে নতুন নির্দেশনা
ই-কমার্স রফতানির ক্ষেত্রে ঘোষণাবিহীন রফতানির সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ই-কমার্স উদ্যোক্তারা ১ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পর্যন্ত ঘোষণাহীন রফতানি করতে পারবেন, যা আগে ছিল ৫০০ ডলার।
বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) থেকে এ সংক্রান্ত দুটি পৃথক নির্দেশনা জারি করা হয়েছে।
এই সিদ্ধান্ত ক্ষুদ্র ও অনলাইন রফতানিকারকদের ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন পরিচালনায় আরও উৎসাহিত করবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, ঘোষণামুক্ত এসব রফতানির আয় এখন বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মাধ্যমে দেশে আনা যাবে। এর ফলে, রফতানিকারকরা সরাসরি ওয়ালেট বা ডিজিটাল অ্যাকাউন্টে রফতানি আয়ের অর্থ গ্রহণ করতে পারবেন।
এর আগে, এমএফএসপি ও পিএসপি প্রতিষ্ঠানগুলো শুধু তথ্যপ্রযুক্তি সেবা রফতানির আয় প্রত্যাবাসনের অনুমতি পেত। নতুন নির্দেশনা জারির ফলে তাদের কার্যপরিধি এখন স্বল্পমূল্যের পণ্য রফতানি আয় পর্যন্ত বিস্তৃত হলো।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এসব লেনদেন সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কাঠামোর শর্তাবলি মেনে সম্পন্ন করতে হবে।

