কর্মসংস্থানে স্বাধীন কীভাবে ভূমিকা রাখছে ?

স্বাধীন শুধু ইন্টারনেট সেবা প্রদানকারী নয়—এটি একটি কর্মসংস্থানমুখী ডিজিটাল ইকোসিস্টেম। গ্রাম থেকে শহর—সব স্তরে মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করাই স্বাধীন-এর অন্যতম লক্ষ্য।

১) সরাসরি কর্মসংস্থান
স্বাধীন-এর নেটওয়ার্ক বিস্তারের সাথে সাথে তৈরি হচ্ছে হাজারো সরাসরি কাজের সুযোগ—
সেলস এজেন্ট, সেলস পয়েন্ট, সাপোর্ট এক্সিকিউটিভ, সাপোর্ট ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, কল সেন্টার, টেকনিক্যাল টিম, ডিজাইন ও গ্রোথ টিমে পার্ট-টাইম ও ফুল-টাইম চাকরি।

২) তৃণমূল পর্যায়ে আয়ের সুযোগ
কলেজ–বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জব সিকার কিংবা স্থানীয় উদ্যোক্তারা নিজ নিজ এলাকায় Sales Agent বা Support Center হিসেবে কাজ করে নিয়মিত আয় করতে পারছেন।

৩) ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থান
স্বাধীন ফ্রিল্যান্সিং ট্রেনিং, বিশেষ ইন্টারনেট প্যাকেজ এবং স্কিলড সাপোর্ট টিমের মাধ্যমে নতুন ফ্রিল্যান্সার তৈরি করছে। পাশাপাশি একটি মাইক্রো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস দিয়ে দেশ–বিদেশের কাজ গ্রামবাংলার তরুণদের কাছে পৌঁছে দিচ্ছে।

৪) ই-কমার্স ও এফ-কমার্সে সহায়তা
গ্রামের কৃষক, উদ্যোক্তা ও নারীরা নিজেদের পণ্য অনলাইনে বিক্রি করতে পারছেন—ফেসবুক, ই-কমার্স প্ল্যাটফর্ম ও স্বাধীনবাজার.কম-এর মাধ্যমে।

৫) রিমোট ও হাইব্রিড কাজের সংস্কৃতি
স্বাধীন-এর ৬০–৭০% অপারেশন BPO ও রিমোট টিমের মাধ্যমে পরিচালিত হয়। ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ঘরে বসেই ডিজিটাল কাজের সুযোগ পাচ্ছেন।

সব মিলিয়ে স্বাধীন ইন্টারনেটকে কাজে লাগিয়ে তৈরি করছে
কাজ, দক্ষতা ও আয়ের একটি টেকসই ইকোসিস্টেম
যা বাস্তব অর্থে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *