এমন অনেকেই আছেন সামনে হয়তো একটা বিশেষ পরীক্ষা অনলাইনে ক্লাস করতে হবে বা ভার্সিটির এসাইনম্যান্ট জমা দিতে হবে বা কোনো একটা ভেকেশনে বাড়িতে বেড়াতে গেলেন ১০-১৫ দিন থাকবেন বা কাজের চাপ কম কযেকদিন রকটু রিল্যাক্স করবেন, তাদের জন্য ১৫ দিনের এই প্যাকেজটি হতে পারে চমৎকার সমাধান।