আজকাল খুব কম পরিবারই আছে,যাদের ঘরে স্মার্ট টিভি নেই,সাথে পরিবারের প্রতিটা সদস্যেরই কোনো না কোনো কাজের জন্য মোবাইল ব্যবহার করে থাকে।
পরিবারের সবাই একসাথে ড্রয়িং রুমে বসে স্মার্ট টিভি দেখার আনন্দ অনেক সময়ই স্বপ্নই থেকে যায় দ্রুতগতির ইন্টারনেট কিংবা কাস্টসম প্যাকেজের অভাবে।
সাথে, যদি প্রয়োজনীয় মোবাইল ডিভাইসে ইন্টারনেটের গতি ঠিক-ঠাক না পাওয়া যায় পরিবারের ছোট সদস্যটির অনলাইন ক্লাস থেকে শুরু করে ঘরের বড় কর্তার অনলাইন মিটিং বা রিপোর্ট সাবমিশন কিংবা দেশ/দেশের বাইরের আত্বীয় স্বজনদের সাথে ভিডিও কলে কথা বলা সবকিছুই আজ আর বিলাসিতা নয় বরং প্রয়োজন।
পরিবারের প্রতিটি সদস্যের কথা চিন্তা করেই ডিজাইন করা হয়েছে ফ্যামিলি প্যাকেজটি।
এই প্যাকেজে একটি স্মার্ট টিভি ব্যবহারের পাশাপাশি ৬-৭টা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা যাবে সহজেই।
ঘরে ব্রডব্যান্ড এর মাধ্যমে রাউটার দিয়ে ইন্টারনেট ব্যবহার করে আর ঘরের বাইরে মোবাইল ইন্টারনেট প্যাকেজ।এই বিরম্বনা এবং বাড়তি খরচের ঝামেলা মিটাতে স্বাধীনওয়াই-ফাই আপনাকে দিচ্ছে চমৎকার ফ্যামিলি প্যাকেজ ইন্টারনেট সেবা।