বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (BIGF)-এর উদ্যোগে এবং IGF, Google ও APNIC-এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক — “Building Privacy and Awareness in Global Cyberspace”

স্থান: International Mother Language Institute, Dhaka
নিরাপদ ইন্টারনেট, ডিজিটাল অন্তর্ভুক্তি, এবং গ্লোবাল সাউথে টেকসই ডিজিটাল গভর্নেন্স গঠনের দিকনির্দেশনা নিয়ে বক্তারা বক্তব্য রাখেন।
উক্ত গোলটেবিল বৈঠকে প্যানেল স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ মতামত দেন “প্লেক্সাস ক্লাউড” ও “স্বাধীন”-এর সিইও জনাব মোবারক হোসেন।
💬 আলোচনায় জোর দেওয়া হয় — স্থানীয় উদ্ভাবন, সাইবার নিরাপত্তা সচেতনতা, এবং যুব সমাজকে প্রযুক্তিনির্ভর নেতৃত্বে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *