
প্রযুক্তি স্টার্টআপে বড় বিনিয়োগ করছে চীন
এসব তহবিল প্রাথমিক পর্যায়ের বিভিন্ন স্টার্টআপে যাবে। যেসব কোম্পানির বাজারমূল্য ৫০ কোটি ইউয়ানের কম সেগুলোকে বিনিয়োগের জন্য বেছে নেবে দেশটি।
হার্ড টেকনোলজি খাতে বিনিয়োগের জন্য ভেঞ্চার ক্যাপিটাল তহবিল চালু করেছে চীন।
শুক্রবার চায়না ‘হার্ড টেকনোলজি’ খাতে বিনিয়োগের জন্য তিনটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড চালু করার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি।
সাধারণত সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম প্রযুক্তি, জৈব-চিকিৎসা এবং মহাকাশ গবেষণার মতো জটিল ও মৌলিক বিভিন্ন প্রযুক্তিকে ‘হার্ড টোকনোলজি’ বলে। এগুলো ইন্টারনেট সার্ভিস, যেগুলোকে ‘সফট টেকনোলজি’ বলা হয়, তার থেকে আলাদা।
রয়টার্স লিখেছে, এসব তহবিলের মূলধন যোগানের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে, যার প্রতিটির দাম প্রায় ৭১৪ কোটি ডলারের বেশি।
শুক্রবার চীনের একজন কর্মকর্তা বলেছেন, এসব তহবিল মূলত প্রাথমিক পর্যায়ের বিভিন্ন স্টার্টআপে বিনিয়োগ করবে। যেসব প্রতিষ্ঠানের বাজারমূল্য ৫০ কোটি ইউয়ানের কম, সেগুলোকে বিনিয়োগের জন্য বেছে নেবে চীন। পাশাপাশি, কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে ৫ কোটি ইউয়ানের বেশি বিনিয়োগ হবে না।
এসব তহবিলের সম্ভাব্য লক্ষ্য তালিকায় রয়েছে ‘ইন্টিগ্রেটেড সার্কিট’ বা আইসি চিপ, কোয়ান্টাম প্রযুক্তি, জৈব-চিকিৎসা, ব্রেইন-কম্পিউটার ইন্টারফেইস, মহাকাশ বিজ্ঞান ও অন্যান্য গুরুত্বপূর্ণ ‘হার্ড টেকনোলজি’ নিয়ে কাজ করা বিভিন্ন কোম্পানি।
অন্যদিকে, ইন্টারনেট পরিষেবার মতো বিষয়গুলো ‘সফট’ টেকনোলজির অন্তর্ভুক্ত হবে।”

