
ডিজিটাল নিরাপত্তা কোনো অপশন না,দৈনন্দিন অভ্যাস হওয়া দরকার
আপনি যদি স্মার্টফোনে Facebook বা Gmail ব্যবহার করেন,
তাহলে এই পোস্টটা এড়িয়ে যাওয়া মানেই—নিজের ডিজিটাল দরজা খোলা রাখা। ⚠️
বাংলাদেশে বেশিরভাগ সাইবার ক্রাইম হয়
হ্যাকারের জোরে না, আমাদের অসাবধানতায়।
একটা ভুল ক্লিক, একটা শেয়ার করা কোড—এইটুকুই যথেষ্ট।
🚨 নিজেকে প্রশ্ন করুন—এই অভ্যাসগুলোর কোনটা আপনার আছে?
🔐 একই পাসওয়ার্ড সব অ্যাকাউন্টে
📩 OTP বা ভেরিফিকেশন কোড অন্যকে দেওয়া
📲 অচেনা সোর্স থেকে অ্যাপ / mod apk ইনস্টল
📡 পাবলিক WiFi দিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্টে লগইন
🔓 Facebook / Gmail এ 2FA বন্ধ রাখা
🔗 “Account Disable হবে” টাইপ ভয়ের লিংকে ক্লিক
👤 ফেক “Support Team” ইনবক্সে বিশ্বাস করা
👉 এর মধ্যে ২–৩টা থাকলেও
আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যেই High Risk Zone-এ।
🛡️ আজই ৩টা কাজ করুন:
• আলাদা আলাদা Strong Password
• 2FA অন করুন
• সন্দেহজনক লিংক = No Click Policy
ডিজিটাল নিরাপত্তা কোনো অপশন না—
এটা এখন দৈনন্দিন অভ্যাস হওয়া দরকার।
📢 পোস্টটা শেয়ার করুন—
হয়তো কারও একটা ক্লিক, একটা অ্যাকাউন্ট বাঁচবে।

