আজকে একটি ভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা করবো।টপিকটি হচ্ছে ব্র্যান্ডিং।
ধরুন আপনি একটি কোনো নির্দিষ্ট সার্ভিস বা পন্যের বিজনিসের সাথে জড়িত যেখানে প্রতিদিন অনেক মানুষের আনাগোনা রয়েছে সেখানে।আপনি ধরেই নিচ্ছেন এখানে যারা আসে সবাই নিজেদের প্রয়োজনেই আসে,এটা নিয়ে আপনার এতো মাথা ঘামানোর দরকার নেই।বিষয়টা কি আসলেই তাই?
ব্যাপারটাতো এমনও হতে পারতো আপনি ঐ মানুষগুলোর জন্য খুব সুন্দর একটা ওয়েটিং স্পেসের ব্যবস্থা করতে পারেন, সেখানে ছোট করে একটা ওয়াই-ফাই জোন করে দিতে পারেন যেনো অনেকেই জরুরী কিছু এখানে বসে থেকেই শেষ করে ফেলতে পারে বা যাদের কাজ নেই তারা ইউটিউব/গেম খেলে বিনোদন পেতে পারে,একটু পানির ব্যবস্থা করে দিতে পারেন,দুটি পত্রিকার ব্যবস্থা করে দিতে পারেন,একটু লাল চায়ের ব্যবস্থা করে দিতে পারেন আর বসার জায়গাটির সামনে সুন্দর সুন্দর কিছু কথা লিখে দিতে পারেন।
বড় বড় বইয়ে ব্র্যান্ডিং নিয়ে অনেক সংজ্ঞা পাবেন।সত্যি বলতে ব্র্যান্ডিং আর কিছুই না, পন্য বা সেবা নিয়ে ইউজারের মনে পজিটিভ ধারনা সৃষ্টি করা।
স্বাধীন ওয়াই-ফাই আপনার ব্র্যান্ডিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।