আজ থেকে কয়েক বছর আগেও কি আমরা ভাবতে পেরেছিলাম যে,গ্রামে সাদা-মাটা জীবনে অভ্যস্ত কৃষক কখনো হাতে স্মার্টফোন তুলে নিবে?

অতি যত্নে লালন-পালন করা কোরবানীর পশুটি বিক্রির জন্য ছবি তুলে ফেসবুকে পোস্ট করে, ভিডিও কলে পশু দেখিয়ে বিক্রি করে গাড়িতে করে পশু পাঠিয়ে দিবে এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সে বিক্রির টাকা পেয়ে যাবে।

এই যে পরিবর্তন, এই যে মানুষগুলোর দিনবদলের পালে হাওয়া লেগেছে। একটু একটু করে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, এই পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমাদের গ্রামের মানুষগুলোর হাতে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে যাওয়া। যার কল্যানে শহর এবং গ্রামের দূরত্ব বলতে এখন আর কিছু নেই। 

ঠিক এভাবেই গ্রাম-বাংলার ইন্টারনেট স্বাধীন ওয়াই-ফাই এর হাত ধরে ৬৮০০০ গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে ইন্টারনেটের আলো। একটু একটু করে প্রতিটি গ্রাম হবে স্মার্ট ভিলেজ। আর সাথে চাই আপনাদের সহযোগীতা।

স্বাধীন ওয়াই-ফাই এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা। 

 

 ঈদ মোবারক।

 

▶️বিস্তারিত- https://shadhinwifi.com/packages

 

▶️ডাউনলোড করুন স্বাধীন ওয়াই-ফাই এপস- https://play.google.com/store/apps/details?id=com.shadhinwifi.shadhinwifi&fbclid=IwAR2ijzdqH4TaN89VmXhvcOga7KOPbsgKABey0Q3ABCiCykLOuUgqq_lVaQs

 

📞০৯৬১৩ ০০ ১৯৭১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *