ঈদ কবে আসবে ! দাদু বাড়ি কিংবা নানু বাড়ি যাবার অপেক্ষার প্রহর যেনো শেষ হতেই চায় না।

ঠিক এক মাস আগে থেকে ব্যাগ গুছানো শুরু হয়ে যায়।

 

বছরে একবার কুরবানীর ঈদে বাড়ীর সবাই এক সাথে হওয়া, কুরবানী দেয়া থেকে শুরু করে ঈদের পর আরো কয়েকটা দিন বাড়ীর সবাই একসাথে ছুটির আমেজ নিয়ে নির্বিঘ্নে ছোটদের অনলাইন ক্লাস, বড়দের অনলাইন মিটিং-সহ গ্রামে বসেই কোনো কিছু যেনো থমকে না থাকে, সে বিষয়টা মাথায় রেখেই স্বাধীন ওয়াই-ফাই আপনাদের জন্য নিয়ে এসেছে ৭ দিনের মোবাইল ইন্টারনেট প্যাকেজ ছুটি।

 

আবার, যদি এমন হয় যে আপনি আরো কয়েকদিন বেশি এই নির্মল আনন্দের মধ্যে থাকতে চান সাথে আপনার জরুরী মিটিং কিংবা বাচ্চার অনলাইন ক্লাসও যেনো ঠিক থাকে সেজন্য ১৫ দিনের অবকাশ প্যাকেজটি আপনার জন্য চমৎকার একটি সমাধান হতে পারে।

 

উন্নত সেবা, দূর্দান্ত গতি এবং নিরবিচ্ছিন্ন সংযোগ নিয়ে স্বাধীন ওয়াই-ফাই আপনার ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।

 

▶️বিস্তারিত- https://shadhinwifi.com/packages

 

▶️ডাউনলোড করুন স্বাধীন ওয়াই-ফাই এপস- https://play.google.com/store/apps/details?id=com.shadhinwifi.shadhinwifi&fbclid=IwAR2ijzdqH4TaN89VmXhvcOga7KOPbsgKABey0Q3ABCiCykLOuUgqq_lVaQs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *