ইন্টারনেট ব্যবহার করে না এই সংখ্যাটা একদম হাতে গোনা কয়েকজনের বেশি হবে না। আর যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের একটা বড় অংশই আছেন কঠিন বিড়ম্বনায়। বিড়ম্বনাটা হচ্ছে, বাসার ভেতর ব্রডব্যান্ড সংযোগের সাথে রাউটার লাগিয়ে ইনডোর ওয়াই-ফাই এর ব্যবস্থা করলেও বাইরে গেলে সে ওয়াই-ফাই কাজ করে না আর তখন আবার মোবাইল ইন্টারনেট ব্যবহার করার জন্য ডাটা কিনতে হয়, এমনকি বন্ধু বা আত্মীয়র বাড়ীতে গেলেও সেখানে তাদের কাছ থেকে পাসওয়ার্ড চেয়ে নিতে হয়। এই সমস্যার চমৎকার সমাধান হচ্ছে স্বাধীন ওয়াই-ফাই ইন্টারনেট। কারন, স্বাধীন ওয়াই-ফাই ইন্টারনেট নেটওয়ার্কের আওতাভুক্ত যেকোনো ডিভাইস ঘরে, ঘরের বাইরে এবং ঐ এলাকায় বন্ধু-আত্বীয়র বাড়িতে গিয়েও আলাদা করে পাসওয়ার্ড চেয়ে নেয়ার দরকার পড়বে না উক্ত ডিভাইসটি সরাসরি ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে যাবে।
স্বাধীন ওয়াই-ফাই মানেই, এক পাসওয়ার্ড দিয়ে সব জোনে ওয়াই-ফাই ব্যবহার করা সম্ভব।