five-skills-you-have-to-gain-to-build-your-online-career

ডিজিটাল দুনিয়ায় ক্যারিয়ার গঠনে আপনাকে বদলে দিবে ৫টি দক্ষতা 

আপনি কি বর্তমান সময়ে প্রতিযোগীতার জগতে অংশগ্রহন করতে চান?প্রথম স্থানের অধিকারী হতে চান?তাহলে আপনাকে সবার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে।নিজেকে দক্ষ,যোগ্য করতে এমন কয়েকটি বিষয় সম্পর্কে আসুন জেনে নিই।

১. শুদ্ধ বাংলা ভাষায় কথা বলা

আপনি বাংলাদেশের যেকোন সেক্টরে নিজের অবস্থান তৈরি করতে যাবেন আপনাকে জানতে হবে আগে শুদ্ধ উচ্চারণ। সাবলীল,সুস্পষ্ট,সুন্দর ভাষায় কথা বলা।কারণ প্রথমে মানুষ আপনাকে আকর্ষণ করবে আপনার বাচনভঙ্গি কথা বলার ধরন বা উপস্থিতি দেখে।

২.ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে

ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা।শুধু অনলাইন পেশা নয় আপনি বাংলাদেশ এবং দেশের বাইরে যে কাজই করেননা কেন ইংরেজিতে আপনাকে দক্ষ হতেই হবে।কেননা বাংলার পরেই ইংরেজি ভাষার অবস্থান। 

৩. মোশন গ্রাফিক্স

মার্কেটে মোশন গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা অনেক বেশি।বর্তমান সময়ে আধুনিক যুগে যে কয়েকটি গুরুত্বপূর্ণ পেশা আছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে- মোশন গ্রাফিক্স।অনলাইনে ক্যারিয়ার গঠনে সবথেকে ভালো একটি উপায়।এই বিষয়ে দক্ষ হলে আপনি অনেক বড় একটি প্লাটফর্মে নিজেকে সফল করতে পারবেন।

৪. ড্রয়িং এবং কন্টেন্ট রাইটিং

অনলাইন মার্কেটপ্লেসে যে কয়েকটি কর্মসংস্থান আছে তার অধিকাংশ ক্ষেত্রেই ড্রয়িং এবং কন্টেন্ট রাইটিং কাজে লাগে।এই বিষয়ে আপনি সুস্পষ্ট জ্ঞান অর্জন করে কাজ করতে পারবেন।

৫. কনসেপ্ট ডিজাইন

কোনো একটি বিষয়ে কাজ শুরুর পূর্বেই বিষয়টি নিয়ে আমরা একটি ধারণা তৈরি করি।তারপর পরিকল্পিতভাবে কজটি সম্পন্ন করি।তাই কনসেপ্ট ডিজাইনও একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। 

তাছাড়া গ্রাফিক্স ডিজাইন,ভিডিও এডিটিং, থ্রিডি মডেলিং,ভিডিওগ্রাফি,স্কিপ্ট লিখা,ক্যামেরার সামনে কথা বলা,গল্প নিখা ইত্যাদি বিভিন্ন বিষয় আছে।যদি আপনি সব বিষয় সম্পর্কে পরিপূর্ণভাবে অভিজ্ঞ থাকেন তাহলে আপনি যেকোন জায়গায় সফল হতে পারবেন।

উক্ত বিষয়ে স্কিল ডেভেলপমেন্ট করলে এমন কোনো সেক্টর নাই যেখান থেকে আপনাকে ফিরে আসতে হবে।আর যদি স্কিল ডেভেলপমেন্ট না থাকে তাহলে প্রতিযোগিতার বাজারে আপনি টিকতে পারবেন না।

আধুনিক বিশ্বে বিজ্ঞান-প্রযুক্তির যুগে দিন বদলের পালায় নিজেকে বদলে নতুন করে তৈরি করতে পারবেন। যদি আপনি একাধিক বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

পরিশেষে,ডিজিটাল মার্কেটিং বা লোকাল মার্কেটিং যেখানেই কাজ করতে চান।আপনার একাধিক বিষয়ে প্রতিভাবান হতে হবে,দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই আপনি ভালো একটি জায়গায় নিজের ক্যারিয়ার গঠনে সফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *