business-innovation-shadhinwifi

বিজনিস,ইনোভেশন এবং স্বাধীন ওয়াই-ফাই

বিজনেস,ইনোভেশন এবং স্বাধীন ওয়াই-ফাই এই তিনটি শব্দকে যদি আমরা একটা সুতোতে বাঁধতে চাই তাহলে চমৎকার একটি ব্যাপার ঘটতে পারে।

বিজনেস সব সময়ের জন্যই পজিটিভ একটা বিষয়, সেটা ইন্টারনেটের বিজনেস হোক বা অন্য কিছুর। ভেবে দেখুন,ক্রমাগত ক্রেতা,ক্রেতার জীবন যাপন এবং তার চাল চলনে আধুনিকতার যে ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি সেখানে কোথায় প্রযুক্তির ব্যবহার নেই, সেটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই দেখতে পাবেন।এসবের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে আপনার বিজনেস আর বিজনেস থাকবে না হয়ে যাবে বনসাই গাছ।তাই বিজনেসকে বনসাই গাছ না বানিয়ে ক্রমাগত ক্রেতার জীবনাচরনের সাথে মিল রেখে বিজনেসে নতুন নতুন ইনোভেশন নিয়ে আসতে হয়।

স্বাধীন ওয়াই-ফাই ইন্টারনেট ইউজারদের জন্য যে সার্ভিসটি প্রোভাইড করছে সেটাও একটা ইনোভেশনেরই ফল।

এখন কথা হচ্ছে ইনোভেশন ব্যাপারটাকে এতো কঠিন করে দেখার কিছুই নেই বরং এটিকে ততোটা সহজ করে দেখা উচিৎ যে,ইউজারের চাহিদা মতো, ইউজারের মতো করে পন্য উপস্থাপন করা আর প্রযুক্তির সংস্পর্শ ছাড়া সেটা কখনই সম্ভব নয়, সেখানে স্বাধীন ওয়াই-ফাই প্রযুক্তি আপনার বিজনেসে একটা বড় নিয়ামক হতে পারে।

মোটকথা,ইনোভেশন এবং স্বাধীন ওয়াই-ফাইয়ের ডটকে যদি যুক্ত করা যায় তাহলে বিজনিস হতে পারে বলে আশা করা যায়।

আরো বিস্তারিত জানতে উপরে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *