১.স্বাধীন ওয়াই-ফাই এর মাধ্যমে এক পাসওয়ার্ড দিয়েই সব ওয়াই-ফাই ব্যবহার করা সম্ভব।
২.দেশের সেরা IIG – স্বাধীন ওয়াই-ফাই বাংলাদেশের সেরা তিনটি IIG( International Internet Gateway) এর সাথে সংযুক্ত।
৩.কানেক্টিভিটি – দেশ সেরা ৩টি IIG এর সাথে যুক্ত থাকায়, যদি কোনো একটি IIG তে কোন ধরনের সমস্যা হলেও বাকী IIG গুলো স্ট্যাবল থাকায় ইন্টারনেট সরবারহ বাধাগ্রস্থ হয় না ও সারা বাংলাদেশে অর্থাৎ শহরে এবং গ্রামে একই মানের ইন্টারনেট সেবা পাবে গ্রাহকরা।
৪.স্ট্যাবিলিটি -স্বাধীন ওয়াই-ফাই প্রতিটি ব্রাঞ্চ থেকে গ্রাহকের বা ইউজারের কানেকশনের জায়গা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাবে।
৫.সর্বোচ্চ সার্ভিস সেবা -স্বাধীন ওয়াই-ফাই গ্রাহকের সার্ভিস অর্থাৎ আলাদা আলাদা ব্রডব্যান্ড এবং ওয়াই-ফাই প্যাকেজে যেসব সার্ভিসসমূহ উল্লেখ করা থাকবে সেগুলো ১০০% নিশ্চিত করা হবে।
৬.দ্রুত সময়ে রেসপন্স -যেহেতু স্বাধীন ওয়াই-ফাই এর প্রতিটি ব্রান্চে লোকাল সাপোর্ট টিম রয়েছে সেহেতু গ্রাহকের যেকোনো সমস্যার দ্রুত রেসপন্সের ব্যবস্থা আছে।
৭.উন্নতমানের ডাটা সেন্টার -স্বাধীন ওয়াই-ফাই এর রয়েছে উন্নতমানের ডাটা সেন্টার যা কি না সর্বোচ্চ সেবার নিশ্চয়তা দেয়।
৮.বাফারলেস ইন্টারনেট সেবা -স্বাধীন ওয়াই-ফাই আপনাদের ১০০% বাফারলেস ইন্টারনেট সেবার নিশ্চয়তা দেয়।
৯.গ্রাম-বাংলার সর্ববৃহৎ ইন্টারনেট নেটওয়ার্ক