গ্রাম-বাংলার ইন্টারনেট প্রসারে সাপোর্ট সেন্টারের ভূমিকা
দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা শহরের মানুষের কাছে অনেক অপশন থাকলেও গ্রামের মানুষের জন্য এতোদিন তা ছিলো স্বপ্ন আর ওয়াই-ফাই এর মাধ্যমে আনলিমিটেড মোবাইল ইন্টারনেট সুবিধার কথা তো চিন্তারও অনেক দূরের ব্যাপার।
এ সবকিছুই অনেক সহজ করে দিয়েছে স্বাধীন ওয়াই-ফাই সাপোর্ট সেন্টার।ইউনিয়ন কিংবা গ্রাম পর্যায়ে সাপোর্ট সেন্টারের যতো বিস্তৃতি ঘটছে ততোই গ্রাম-বাংলার মানুষদের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে দ্রুতগতির ইন্টারনেট সেবা।
এই উদ্যোগ স্বাধীন ওয়াই-ফাই এর একার পক্ষে কখনো সম্ভব ছিলো না,যদি না আপনারা হাত বাড়িয়ে দিতেন।আপনারা যতো বেশি এই উদ্যোগকে সহযোগীতা করবেন, ততোবেশি পরিমান গ্রামকে আরো দ্রুত কভারেজ করতে পারবে স্বাধীন ওয়াই-ফাই।
যোগাযোগ ০৯৬১৩০০১৯৭১