এসইও থেকে আয়

বাংলাদেশের এক বিরাট অংশ জুড়ে আছে কর্মসংস্থানহীন বেকার।বর্তমানে এই বেকারত্ব থেকে মুক্তির একটি বড় মাধ্যম হচ্ছে অনলাইন সেক্টর।অনলাইন সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের অন্যতম বৃহৎ মাধ্যম এসইও।এসইও এর পূর্নরূপ হচ্ছে – সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

কিভাবে এসইও থেকে আয় করা যায়?

  • গুগুল অ্যাডসেন্সে কাজ করে।
  •  অ্যাফিলিয়েট মার্কেটিং করে।
  • বিভিন্ন মার্কেটপ্লেসে।
  •  লোকাল মার্কেটিং। 
  •  লোকাল ব্যবসা।
  •  ইন্টারনেট প্রোডাক্ট বিল্ডিং। 
  • সিজনাল প্রোডাক্ট বিক্রি করে। 

এসইও শেখা সম্ভব কয়েকটি ওয়েবসাইট থেকে,যেমন- 

  • গুগুল ডট কমে।
  • সার্চ ইঞ্জিন ওয়াচ ডট কমসহ এসইও কন্টেন্ট ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট থেকে।
  • ডিজিটাল মার্কেটিং বা এসইও ভিত্তিক বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে।

সুযোগ-সুবিধা

ডিজিটাল বিপননের যেকোন কাজ করার জন্য এসইও’র বিকল্প নেই। কারণ ডিজিটাল বিপননের একটা বড় অংশই নির্ভরশীল এসইও’র উপর।যেহেতু ডিজিটাল বিপনন দিন দিন গুরুত্ব পাচ্ছে- এক্ষেত্রে এসইও হতে পারে আপনার আয়ের একটি বড় উৎস।

সতর্কতা

  • এসইওতে কাজ করার সময় বেশি কীওয়ার্ড ব্যবহার না করা।
  • কপি ফোর্স না করা,ডুপ্লিকেট পেইজ তৈরি না করা।
  • অতিমাত্রায় অপটিমাইজেশন অ্যাংকার টেক্সট ব্যবহার না করা। কারণ খুব শক্তিশালী গুগুল যখন অডিট বা সার্চ করে মূল্যায়ন করে তখন গুগুল আপডেট করে সাইটগুলোকে অবমূল্যায়ন করে দেয়।এতে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন।

বাংলাদেশসহ সারা বিশ্বে এসইও’র সংশ্লিষ্ট অনেক কাজ আছে।আপনি চাইলে ঘরে বসে গুণগত মানের কাজ করে আয় করতে পারবেন। তবে,অভাব আছে শুধু এসইও-তে কাজ করা সুদক্ষ কর্মী এবং পেশাজীবীদের। 

সর্বোপরি,যদি আপনি পণ করেন নিজের একটি অবস্থান তৈরি করবেন। তাহলে ‘সোনার হরিণ’ চাকুরির অপেক্ষার প্রহর না গুণে এসইও কে পেশা হিসেবে নিন।দেশের একটি বড় প্লাটফর্মে নিজেকে যুক্ত করে আয় করতে পারবেন একই সাথে সমাজের মানুষের এবং দেশের কল্যাণে অবদান রাখতে পারবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *