২০১৭ সালে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত তৃনমূল পর্যায়ের মানুষকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসার যে লক্ষ্য নিয়ে স্বাধীন ওয়াই-ফাই যাত্রা শুরু করেছিলো আজ তা অনেকটাই বাস্তব।
আমরা এই সময়ের মধ্যে ১০০ ইউনিয়নে পৌঁছে যেতে পেরেছি।
আর তা সম্ভব হয়েছে স্বাধীন ওয়াই-ফাই এর এক ঝাঁক মেধাবী তরুনের অক্লান্ত পরিশ্রম,নেটওয়ার্ক/সাপোর্ট সেন্টারের সম্মানিত উদ্যোক্তাগনের দূরদর্শি চিন্তা ও উদ্যোগ,তৃনমূল পর্যায়ের টেকনিক্যাল টিমের ডেডিকেটেড পরিশ্রম,মিডিয়ায় স্বাধীন ওয়াই-ফাইকে নিয়ে চমৎকার উপস্থাপনা,শুভাকাঙ্ক্ষী মহল যারা তিল তিল করে স্বাধীন ওয়াই-ফাই এর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চিন্তা দিয়ে,মেধা দিয়ে,পরামর্শ দিয়ে,পরিশ্রম দিয়ে অবদান রেখে গেছেন বা যাচ্ছেন।
আমরা আশা রাখি অতীতের মতো সারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে স্বাধীন ওয়াই-ফাই পৌঁছে যাবার মিশনে আপনারা পাশে থাকবেন।
প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম-বাংলার প্রতিটি জনপদে সর্ববৃহৎ ইন্টারনেট নেটওয়ার্ক স্বাধীন ওয়াই-ফাই এর হাত ধরে শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থান সহ বাংলাদের অর্থনীতির পালে নতুন হাওয়া লাগবে সেদিনের অপেক্ষায়।