how-to-income-from-seo

SEO শিখে আয়

ইন্টারনেট অনেক সহজলভ্য হওয়াতে  যেকোনো জিজ্ঞাসা আমরা এখন মানুষের চাইতে বিভিন্ন সার্চ ইঞ্জিন গুলোকে করে থাকি। কিছু জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল, ইয়াহু, বিং ইত্যাদি। এসব সার্চ ইঞ্জিনে আপনার জানতে চাওয়ার বিষয়টি সবার সামনে নিয়ে আসার প্রক্রিয়াকেই SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে।

মনে করুন, আপনার একটি আম বিক্রি করার জন্য একটি ওয়েবসাইট আছে। এখন কেউ যদি আম কেনা সংক্রান্ত কিছুর জন্য গুগলে সার্চ করে তাহলে গুগলের প্রথম পাতায় যাতে আপনার নাম আসে তার জন্য আপনাকে যে প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে সেটিই মূলত SEO নামে পরিচিত।

একজন ইন্টারনেট ব্যবহারকারী কি নিয়ে খোঁজ করছেন, তার কি ধরেনের সমস্যার সমাধান দরকার তা তার জন্য সহজলভ্য করে তোলে SEO। ব্যবহারকারীরা কী ধরনের কি-ওয়ার্ড বার বার ব্যবহার করছেন তার উপর ভিত্তি করেই SEO এর মাধ্যমে একটি ওয়েবসাইট কে র‍্যাংকিং করাতে হয়। যার ফলে ওয়েবসাইটটি সবার উপরে স্থান পায় এবং ব্যবহারকারীদের সেই ওয়েবসাইটে ভিজিট করার সম্ভাবনা বেশি হয়ে যায়।

SEO দ্বারা কয়েক ভাবে আয় করা যেতে পারে।যেমন-

১. ইউটিউব চ্যানেলের জন্য SEO

একটি চ্যানেলে যেসব ভিডিও আছে সেসব ভিডিওর টপিক নিয়ে কেও যদি ইউটিউবে সার্চ করে তখন যাতে সেই চ্যানেলটি সবার প্রথমের দিকে আসে। তাহলে সেই চ্যানেলের ভিডিও গুলোর ভিউ বেশি হবে এবং সেখান থেকেও আয় করা সম্ভব।

২.ব্লগের SEO 

যে বিষয়ে ব্লগটি লেখা তা নিয়ে কেউ সার্চ করলেই যাতে একটি নির্দিষ্ট ব্লগ সামনের দিকে আসে। ব্লগ টী বেশিবার ভিজিট হলে সেই ব্লগটাতে এড দেখানোর মাধ্যমে তা থেকে আয় করা সম্ভব।

৩. যেকোনো অনলাইন বিজনেসের জন্য SEO

অনলাইনে কিছু বিক্রি করতে চাইলে সেই ওয়েবসাইটটির SEO করলে তা সার্চ ইঞ্জিন গুলোর প্রথমের দিকে আসবে এবং গ্রহকদের সেই ওয়েব সাইট থেকে কেনার প্রবণতা বাড়বে।

 বর্তমান বিশ্বে SEO  শিখে আয় করার সুবিধা অনেক। কারণ দিন দিন মানুষ অনলাইনমুখী হচ্ছে ফলে তারা তাদের সমস্যা সমাধানের জন্য জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুলো ব্যাবহার করবে। তখন শুধু মাত্র SEO এর কাজ জেনেই ঘরে বসেই টাকা আয় করা সহজতর হবে। আর ঘরে বসেই SEO শেখা সম্ভব।

অসুবিধা খুব কম থাকলেও SEO শেখা একটি সময় সাপেক্ষ বিষয়। ধৈর্য্য ধরে ভালো ভাবে না শিখে অনেকে এই ফিল্ডে ভালো কিছু করতে পারে না। নবীনদের জন্য SEO শিখে কাজ পেতে একটু বেগ পেতে হয়।

ইন্টারনেট দুনিয়ার এই অগ্রগতিতে সার্চ ইঞ্জিনগুলো ব্যবহারকারীদের সংখ্যা  বাড়বে। ফলে অনলাইনে কিছু বিক্রি বা অনলাইনে এড দেখানো বেড়ে যাবে। আর SEO এর মাধ্যমে যেহেতু গ্রাহকের কাছে সহজেই পৌঁছানো যায়। তাই SEO করতে জানা মানুষদের  চাহিদা বৃদ্ধি পাবে। তাই SEO শিখে আয় করাকে পেশা হিসেবে নেওয়াটা বোধ হয় খুব বেশি মন্দ হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *