connecting-the-dots

কানেক্টিং দ্যা ডটস

যূক্তির দুনিয়ায় একটি অর্থবহ শব্দ হচ্ছে ডট।অনেকগুলো ডট একত্র হয়ে ডিজিটাল দুনিয়ায় মিনিংফুল কিছুর একটা সৃষ্টি হয়।

একজন ব্যাক্তি,একটি পরিবার,একটি বাড়ি,একটি গ্রাম,একটি ইউনিয়ন, একটি থানা, একটি উপজেলা,একটি জেলা,একটি বিভাগ,একটি রাস্ট্র এবং পুরো পৃথিবী এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ ভাবে যদি চিন্তা করি তাহলে বলা যায় একজন ব্যাক্তির জীবনে যদি ইন্টারনেট শিক্ষা-স্বাস্থ্য-চিকিৎসা-ব্যবসা/বানিজ্যে যদি কোন ভূমিকা রাখতে পারে তাহলে তা ক্রমান্বয়ে সে পরিবার-বাড়ি-গ্রাম-ইউনিয়ন-থানা-উপজেলা- জেলা-দেশ-পৃথিবীতে তা অবদান রাখতে পারে।

এই জন্যই বলা হয় কানেক্টিভিটি মানেই প্রোডাক্টিভিটি।

কারন আমরা কেউই এই পৃথিবীর বিচ্ছিন্ন কোন উপাদান নই,সবাই সবার সাথে অতোপ্রোতভাবে সংযুক্ত এবং সম্পৃক্ত।অনেকটা ডট এর মতো। মানুষের জীবনের পরিবর্তনে ইন্টারনেট এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা তখনি বুঝতে পারবো যদি কি না, অনেকগুলো ডটকে কানেক্ট করার মতো মানুষের ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেয়ার মধ্য দিয়ে আক্ষরিক অর্থেই কানেক্টিভিটির জাল বিস্তৃত করতে পারবো।

গ্রাম-বাংলার সর্ববৃহত ইন্টারনেট নেটওয়ার্কের সে জালই পারে সম্ভাবনার সে ডটগুলোকে যুক্ত করে, পৃথিবীর মানচিত্রে মাথা উচু করে দাড়ানোর বাস্তবতায় নিয়ে যেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *