how-to-build-a-story-brand

কিভাবে স্টোরি ব্র্যান্ড তৈরী করতে হয় ?

Donald Miller এর বিখ্যাত বই “Building a Story Brand”এ, তিনি খুব চমৎকার ভাবে একটি ব্র্যান্ড এবং ব্র্যান্ডের মেসেজকে কিভাবে তার কাস্টোমারের কাছে রেন্ডমলি না দিয়ে স্টোরিটেলিং টাইপে দেয়া যায় তা বলেছেন।

কারন মানুষ গল্প বলতে এবং গল্প শুনতে পছন্দ করে।গল্পের ঢঙ্গে কোন একটা ম্যাসেজ যতটা মনযোগ দিয়ে মানুষ শুনে রেনডম বিজনিস,সেলিং,বায়িং এই সব টার্ম মানুষ পছন্দ করে না।

আপনি যদি সময় করে উঠতে পারেন তাহলে বইটা সংগ্রহ করে পড়ে নিতে পারেন।না পড়লেও বই থেকে প্রাপ্ত একটা ফরম্যাটে আপনি আপনার ব্র্যান্ড স্টোরি আকারে উপস্থাপন করতে পারেন। যেমনঃ

  • ১ম বাক্যে আপনি বলার চেষ্টা করুন, আপনার ব্র্যান্ড কোন সমস্যাটির সমাধান করতে চায়।
  • ২য় বাক্যে,এই সমস্যা সমাধানের জন্য কি দরকার সেটা বলুন।
  • ৩য় বাক্যে, যে সমস্যার কথা বলেছেন সেই সমস্যাটি কোন প্রধান সমস্যার জন্য হয় সেটি বলুন।
  • ৪র্থ বাক্যে,টার্গেটেড ইউজারের যে সমস্যার বিপরীতে আপনি কি সমাধান নিয়ে এসেছেন সেটা ইমোশনালি এক্সপ্লেইন করেন।
  • ৫ম বাক্যে,আপনার সমাধান বা সমাধানগুলোর ফিচার এবং সে ফিচারগুলো কিভাবে সমস্যার সমাধান দিতে পারে তা বলুন।
  • ৬ষ্ট বাক্যে,আপনি আপনার ব্র্যান্ডের প্রাইসিং এবং তার বিপরীতে কতটুকু ভ্যালু প্রোভাইড করছেন তা বলার চেষ্টা করুন।
  • ৭ম বাক্যে,আপনার ব্র্যান্ডের সার্ভিস সম্পর্কে যেনো একটা ধারনা পায়, সেজন্য ফ্রি হেল্প বা কোন কিছু অফার করেন।

 

প্রতিটি বাক্য যেভাবে লিখতে বলা হচ্ছে সেভাবে লিখুন আর দেখুন ম্যাজিক। ধরুন স্বাধীন ওয়াই-ফাই কে নিয়ে যদি লিখা হয়,

  • গ্রাম পর্যায়ের মানুষের ইন্টারনেট একদমই সহজলভ্য না আবার ঘরে এবং বাইরে আলাদা আলাদা ইন্টারনেটের জন্য খরচ করতে হয়।ফলাফল স্বরূপ তারা শিক্ষা,ব্যবসা,কর্মসংস্থানসহ সব কিছুতেই ব্যাপক পিছিয়ে।
  • গ্রামের মানুষদের দরকার দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা এবং এমন কিছু যেনো ঘর এবং ঘরের বাইরে আলাদা ইন্টারনেট প্যাকেজ কিনতে না হয়, এক খরচেই তা সম্পন্ন হয়ে যায়।
  • সত্যিকার অর্থে, আমাদের গ্রাম পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট এখনো ততটা সহজ লভ্য নয়,যদিও অনেক এলাকায় পৌছেছে,ঘরের বাইরে তা কাজ করবে না সেজন্য আলাদা মোবাইল প্যাকেজ কিনতে হয়।
  • গ্রাম বা ইউনিয়ন পর্যায়ের মানুষের ঘরে ব্রডব্যান্ড সেবা না পৌছার কারনে এবং ঘর ও ঘরের বাইরে আলাদা আলাদা খরচ করার কারনে ইন্টারনেট যথেষ্ট ব্যয়বহুল একটা সেবা হয়ে দাঁড়ায়, মানুষের এই কষ্ট আমরা বুঝি।
  • আমরা আপনাকে দিচ্ছি,এক পাসওয়ার্ড দিয়েই সব ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ,দেশের সেরা তিনটি IIG এর সাথে যুক্ত ইন্টারনেট কানেক্টিভিটি, শহর এবং গ্রামে একই মানের ইন্টারনেট সেবা,নিকটস্থ স্বাধীন ওয়াই-ফাই ব্রাঞ্চ থেকে ইউজারের কানেকশন পর্যন্ত নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা,সর্বোচ্চ সার্ভিস সেবা,দ্রুত সময়ে রেসপন্স,উন্নতমানের ডাটা সেন্টার,বাফারলেস ইন্টারনেট ইত্যাদি।
  • আমাদের এই মূহুর্তে ৫ টি প্যাকেজ ইউজারের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা। যেনো নির্দিষ্ট ইউজার উক্ত প্যাকেজ দিয়ে তার সমস্যার সমাধান করতে পারে।আমাদের প্যাকেজগুলো হচ্ছে,স্টুডেন্ট প্যাকেজ,ফ্যামিলি প্যাকেজ,হোম প্যাকেজ,স্মার্ট হোম প্যাকেজ,ফ্রিল্যান্সার প্যাকেজ।

 

স্বাধীন ওয়াই-ফাই প্রথম ৩০ মিনিট ফ্রি ব্যবহার করে উপভোগ করুন দূর্দান্ত ইন্টারনেটের অভিজ্ঞতা।
আপনিও আপনার ব্যবসা বা বিজনেসের জন্য ট্রাই করতে পারেন।

হেপি রিডিং।
হেপি বিজনিস।
হেপি ব্রডব্যান্ড।
হেপি স্বাধীন ওয়াই-ফাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *