how to income frohow-to-income-from-facebook-youtube-1m facebook youtube

ফেসবুক–ইউটিউব থেকে আয়

বর্তমানে  সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে খুবই পরিচিত দুটি মাধ্যম হচ্ছে– ফেসবুক,ইউটিউব। সমাজের মানুষের কাছে,নতুন প্রজন্মের তরুণ- তরুণীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।আয় করার মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। 

কি উপায়ে?

জি-মেইল ব্যবহার করে একটি নিজস্ব পেইজ,একাউন্ট বা চ্যানেল খুলতে হবে।এই চ্যানেল বা পেইজ থেকে আপনি উপার্জন করতে পারবেন।

কিভাবে?

  • বিভিন্ন  কন্টেন্ট প্রদর্শন করে। 
  • ভিডিও আপলোড করে। 
  • কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে আয় করতে পারবেন।

নিয়ম মেনে

  • ইউটিউব চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে।
  • ১২ মাসে ৪০০০ ঘন্টা ভিডিও দেখা। 
  • গুগুল অ্যাডসেন্স সংযুক্ত করা। 

ফেসবুকে নিয়ম মেনে

  • ৩ মিনিটের লম্বা ভিডিও ১ মিনিট দেখা।
  • ৬০ দিনে ৬ লাখ ভিউস।
  • ১০,০০০ ফলোয়ার থাকতে হবে।

প্রশ্ন হচ্ছে

শুধু এই কাজগুলো করলেই কি আয় করা যাবে? না,তা- নয়।তার জন্য আপনাকে মনিটাইজেশন করতে হবে–গুগুল অ্যাডসেন্সের মাধ্যমে।

সুবিধা হচ্ছে 

সিপিএম,সিপিসির মাধ্যমে অর্থ আয় করা যায়।আয় কম বেশি নির্ভর করে আপনার পারফরমেন্স কতোটা ভালো হবে মানসম্মত হবে তার উপর।

তবে অসুবিধাও আছে।কপিরাইট নিয়ে প্রশ্ন আসলে ডিজিটাল সিকিউরিটির আওতায় পরতে হবে আপনাকে।

ফেসবুক,ইউটিউব থেকে আয় করা সম্ভব।

মজাদার মূহুর্ত মানুষকে আকর্ষণ করলে।বিজ্ঞাপন বেশি হলে ফলোয়ার বাড়বে।সবাই দেখতে পারবে এমন বিজ্ঞাপন থেকে।

আমরা প্রতিনিয়তই ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে সময় পার করছি।আর এই সুন্দর মূহুর্তকে আরো পরিকল্পিতভাবে কাজে লাগালে ইউটিউব-ফেসবুক থেকে আয় করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *