ui-ux

ইউএক্স ডিজাইনঃআগে জানুন আপনার ইউজার সম্পর্কে তারপর ডিজাইন করুন

ইউজারের প্রয়োজন যা তার জীবনে ভ্যালু এড করবে সেই অনুযায়ী ওয়েবসাইট,এপস বা কোনো ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করার জন্য রিসার্চ করা,ডাটা সংগ্রহ করা,ডাটা অনুযায়ী ভিজ্যুয়াল ডিজাইন করা,ইউজারকে দিয়ে তা টেস্টিং করা এবং পরিশেষে একটি প্রোডাক্ট তৈরি হওয়ার যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় এক কথায় এটিকেই ইউএক্স ডিজাইন বা ইউজার এক্সপেরিয়ান্স ডিজাইন বলা হয়।

বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপি ইউএক্স ডিজাইনারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।দেশ এবং দেশের বাইরে কোম্পানী এবং বিশেষ করে স্টার্টআপগুলোতে রয়েছে ব্যাপক চাহিদা।এমনকি নিজে নিজের পন্য ডেভেলাপ করেও রয়েছে উপার্জনের সুযোগ।

সঠিক গাইডলাইনের অভাবে অনেকে চাইলেও ক্যারিয়ার শুরু করতে পারে না।ওয়েবে অনেক ধরনের রিসোর্স থাকলেও সেগুলো এলোমেলো এবং অগুছালো।তাই সহজ করে ইন্ডিয়ান ইউএক্স ডিজাইনার লাভলেশ পান্ডে’র গুছানো কিছু রিসোর্স টপিক এবং টাস্ক অনুযায়ী সাজিয়ে দেয়া হলো।আশা করি ইউএক্স ডিজাইন জানতে এবং শিখতে চাওয়া যেগুনো লার্নারের জন্য এগুলো কাজে আসবে।

 

১.ইউএক্স প্র্যাকটিস করার জন্য

২.টাইপোগ্রাফির জন্য

৩.মকাপের জন্য

৪.কালারের জন্য

৫.আইকনের জন্য

৬.ইলাস্ট্রেশনের জন্য

৭.ইউএক্স নিয়ে পড়াশোনার জন্য

৮.ইনস্পাইরেশনের জন্য

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *