ক্যারিয়ার যখন হাতের মুঠোয়

আপনি একটা বিশেষ কাজে দক্ষ এবং অভিজ্ঞ আর আপনার স্বাধীনচেতা মনোভাব প্রচুর।অথচ কোন নির্দিষ্ট অফিসের টাইমিং ফরমেটে কাজ আপনার অপছন্দ সেই ক্ষেত্রে আপনাকে বেছে নিতে হবে ফ্রিল্যান্সিং দুনিয়াকে।

বর্তমানে ফ্রিল্যান্সিং একটি বহুল আলোচিত শব্দ।এই প্রজন্মের অনেকেই ফ্রিল্যান্সিং কে নিজেদের পেশা হিসেবে বেচে নিয়েছে।

আপনি নিজেও ফ্রিল্যান্সিং এ আগ্রহী এবং কোন এক বিশেষ দক্ষতাও আপনার আছে।

কিন্তু আপনি কিভাবে আপনার ফ্রি ল্যান্সিং ক্যারিয়ার শুরু করবেন?

এই সময় আপনাকে আশার আলোর পথ  দেখাবে  বৈশ্বিক ফ্রিল্যান্সিং এর অন্যতম একটি মার্কেটপ্লেস Fiverr.

প্রায় এক যুগ আগে প্রতিষ্ঠা পাওয়া এই মার্কেটপ্লেসটি বর্তমান ফ্রিল্যান্সিং জগতে নতুন পা রাখা তরুনদের পছন্দের তালিকার প্রথম দিকে রয়েছে। 

ফাইবার মূলত অনলাইন মার্কেটপ্লেসের বায়ার এবং সেলারদের মাঝে একটি চমৎকার মাধ্যম হিসেবে কাজ করছে।

মাত্র US$ 5  দিয়ে কাজ শুরু করা যায় বলে বায়ার এবং সেলারদের উভয়েরই পছন্দের শুরুর দিকে  এটি।

তবে এক্সপার্টদের আশাহত হওয়ার কিছু  নেই,ফাইবারের মাধ্যমে আপনার কাজের মূল্যায়ন হিসেবে আপনি হাজার ডলার ও ইনকাম করতে পারবেন। 

আচ্চা ফাইবার কিভাবে কাজ করে? অথবা আমিই বা কিভাবে ফাইবারের মাধ্যমে কাজ শুরু করবো?

ধরেন আপনি কন্টেন্ট রাইটিং,গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডিভোলপমেন্ট, এসইও, ভিডিও ইডিটিং, ফেসবুক মার্কেটিং, বুকমার্কিং ইত্যাদি  কাজে দক্ষ। 

এখন আপনি আপনার ফাইবার প্রোফাইলে যদি আপনার কাজের ধরন,বৈশিষ্ট্য,সময়,অভিজ্ঞতা, মূল্য এবং একজন বায়ার কেন আপনার কাজ নিবে সেটা সুন্দর করে গুছিয়ে উল্লেখ করতে পারেন তাহলে আপনার কিছু করতে হবেনা, বরং বায়াররাই তাদের সুবিধামতো আপনার থেকে কাজ নিবে।

এবং এই যে আপনি আপনার কাজ বিক্রির জন্যে কি কি সুবিধা দেবেন সেটা সুন্দর করে গুছিয়ে তৈরি করাকে মূলত গিগ বলে আর ফাইবারে আপনার কাজের অর্ডার নিশ্চিত করতে এই গিগ খুব গুরুত্বপূর্ণ। এখানেই নিজের কাজের দক্ষতার সাথে সাথে আপনি চাইলে ১০০ থেকে কয়েক হাজার ডলার ও ইনকাম করতে পারবেন।

নতুন হিসেবে ফাইবার আপনাকে যেমন অনেক সুবিধা দেবে তেমনি কিছু অসুবিধাও ফেইস করতে হবে।হতে পারে সেটি আপনার একাউন্ট বা পেমেন্ট ।

  যাহোক,আপনি হয়ত বুঝে গিয়েছেন আসলে ফাইভার কি?

আপনি যদি সত্যিই অনলাইনবেসড মার্কেটপ্লেস গুলোতে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে অসংখ্য অপশনের মাঝে নবীন হিসেবে আপনার বেস্ট অপশন হতে পারে ফাইভার!

তবে হ্যা,সবকিছুই আপনার দক্ষতার উপর নির্ভরশীল! 

আপনার কাজের দক্ষতাই আপনাকে সফলতা এনে দেবে।লেগে থাকতে হবে!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *