বাংলাদেশে প্রথম ডিজিটাল আদমশুমারি-২০২২

ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা ২০২২”- এর প্রাথমিক প্রতিবেদন ফলাফল ২৭ জুলাই ২০২২ তারিখ ঘোষণা করা হয়।

*ঘোষণা অনুসারে বাংলাদেশের জনসংখ্যা  ১৬কোটি ৫১লাখ ৫৮হাজার ৬১৬জন।

  • তার মধ্যে পুরুষের সংখ্যা–৮ কোটি ১৭ লাখ ১২ হাজার,৮২৪ জন।
  •  নারীর সংখ্যা–৮ কোটি ৩৩ লাখ ৯৭ হাজার ২০৬ জন।
  •  তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী–১২ হাজার ৬২৯ জন।

* ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিলো–১৪কোটি ২০লাখ ৪৩হাজার ৬৯৭ জন।

১০ বছরে বেড়েছে–২ কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন। ঘনত্ব বেড়েছে ৯৭৬-১১১৯ জন।

  •  জনসংখ্যা বৃদ্ধির হার কম ০.১৫%
  • বর্তমান সাক্ষরতা বেড়েছে ৭৪.৬৬%
  •  ইসলাম ধর্মাবলম্বী ৯১%
  •  সনাতন ধর্মাবলম্বী ৭.৯৫%
  •  বৌদ্ধ ধর্মাবলম্বী ০.৬১%
  •  ৫ বছরের উর্ধ্বে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ৫৫.৮৯%
  • ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩০.৬৮%

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *